গল্প লিখন (STORY-WRITING ): ছোট ছোট ছেলেমেয়েরা গল্প করতে, শুনতে ও পড়তে ভালবাসে। নিয়মিতভাবে অভ্যাস করলে তারাও সুন্দর সুন্দর গল্প রচনা করতে পারবে। কিন্তু গল্প রচনার আগে কোন্ বিষয়ের উপর ভিত্তি করে গল্প লিখবে তা ভাল করে চিন্তা করতে হবে। গল্প লিখা এবং বলার অনুশীলনের মাধ্যমে তারা ভাষা শুদ্ধরূপে লিখা ও বলার ক্ষমতা অর্জন করতে পারবে।
গল্প লিখার সময় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে :
১। সংকেতগুলো (outlines) পুনঃ পুনঃ পাঠ করবে যাতে গল্প সম্বন্ধে পূর্ণ ধারণা জন্মে।
২। গল্পের ভাষা সরল ও সহজ হতে হবে।
৩। প্রয়োজন হলে সংলাপ বা কথোপকথন যোগ করতে হবে।
৪। প্রত্যেক গল্পের জন্য একটা শিরোনাম বা (title) ব্যবহার করা ভাল।
৫। গল্পের শেষে একটা নীতিবাক্য (Moral) যুক্ত করা ভাল
Leave a comment