ধ্বনির প্রাথমিক পরিচয়

ধ্বনি : ‘নি’ কথাটির সাধারণ অর্থ হলো ‘গলার আওয়াজ’। প্রাণী মাত্রেই মনের কথা অন্যকে জানাতে চায়। কিন্তু কি করে জানাবে? নিজেদের মধ্যে মনের ভাব বোঝাবার জন্য তারা নানারকমের ইঙ্গিত, নানারকমের গলার আওয়াজের আশ্রয় নেয়। কিন্তু একমাত্র মানুষই কণ্ঠস্বরে নানারকম বৈচিত্র্য আনতে পারে। এত বৈচিত্র্য আনা আর কোন প্রাণীর পক্ষেই সম্ভব নয়। কেননা, মানুষ স্বরতন্ত্রী। সে দত্ত, জিহ্বা, নাসিকা, ওষ্ঠ ও শ্বাসবায়ুর সাহায্যে নানারূপ ধ্বনি সৃষ্টি করে। এই বিচিত্র পানি দিয়েই সে নানারকম অর্থ বোঝায়। ধ্বনি বা ধ্বনিসমষ্টি দিয়েই মানুষ ভাব প্রকাশ করে। সুতরাং, ভাষার মূল উপাদান হলো ধ্বনি। তাহলে ধ্বনি কাকে বলে?

● : মানুষ কথা বলার সময় বাগযন্ত্রের বিভিন্ন অংশের সাহায্যে যে অর্থপূর্ণ আওয়াজ নির্গত করে তাকেই বলে ধ্বনি।