Letter Writing (পত্র লিখন) কাকে বলে ?: আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের সাথে দেখা হলে কথা বার্তা বলে আমরা মনের ভাব আদান-প্রদান করে থাকি । কিন্তু তারা বিদেশে বা দূরে থাকলে কাগজের মধ্যে লিখে মনের ভাব আদান-প্রদান করি। বাগজে করে লিখিত ভাবের আদান-প্রদানের পদ্ধতিকে পত্র লিখুন বা Letter Writing বলা হয়। B. সাধারণত letter তিন ভাগে ভাগ করা যায়। যথাঃ

1. Private / Personal (ব্যক্তিগত চিঠিপত্র) : আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান হলে, তাকে Private / Personal leffer বলে। যেমনঃ ভাই-বোন, মাতা-পিতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ইত্যাদি।

2. Official letter ( সরকারী কাজ কর্ম বিষয়ক চিঠিপত্র) : কোন অফিস/

সরকারী কাজ কর্ম বিষয়ক/স্কুল/কলেজের প্রধানের নিকট লিখিত পত্রকে Official letter বলে। 3. Business letter (ব্যবসা-বাণিজ্য বিষয়ক চিঠিপত্র) ঃ ব্যবসা সংক্রান্ত

চিঠিপত্র আদান-প্রদানকে Business letter বলা হয়। যেমনঃ হাছিব হানিফকে ১০০

খানা ইংরেজি গ্রামার-এর order দিল ইত্যাদি। পত্রলিখনের সময় নিম্নলিখিত বিষয়ের প্রতি

বিশেষ দৃষ্টি রাখা দরকার।

১। পত্র লিখনের নিয়ম-কানুনগুলো মেনে চলতে হবে।

২। বিষয়বস্তু সংক্ষেপে লিখতে হবে।

৩। বিভিন্ন বিষয় বিভিন্ন Paragraph ( অনুচ্ছেদ)-এ লিখতে ৪। পত্রের ভাষা সহজ, সরল ও চিত্তাকর্ষক হতে হবে।

চিঠি লিখার জন্য গুরুত্বপূর্ন কিছু লাইনঃ At the beginning of the letter take my Salam and Cordial love and affection/ felicitation (1962) /compliments. How are you? Hope that you are well by the grace of Allah (God). I am also fine / well by his grace and your blessing (আশীর্বাদ). For the past (Incas 730) days, I have been thinking more and more about you. However

  • But since I was deep into my work, I could not make time to write to you. | কিন্তু কাজ নিয়ে মগ্ন থাকায় আমি আপনার কাছে লিখার সময় করে উঠতে পারিনি।
  • Your silence for a long time cuts me to the quick – তোমার দীর্ঘ দিনের নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে ।
  • I don’t hear from you for a long time. অনেক দিন ধরে তোমার কোন খবর পাই না।
  • After such a long time, I am very glad to receive your letter / sms / mail …  অনেক দিন পর, তােমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি ।
  •  I thought you had forgotten me. আমি ভাবছিলাম তুমি ভুলে গেছ।
  • Here I am going to tell you about this … সে ব্যাপারে তােমাকে বলছি
  • I hope you take proper care of your health.
  • No more today, write to me as soon as possible. More when we meet…
  • With conveying my best regards to your parents and my love to all.
  • How are your parents? Don’t forget my Salam/compliment to your parents and love to your younger brother and sister.
  • Good wishes to you, with much love …
  •  So much for the present. A Pray for me to Allah so that I can do well.
  •  Assalamualaikum with due respect I shower my love on you from the core of my heart
  • Hope that, this letter / sms will find you safe and round
  • Love to you, and compliment and respect to all /everybody of your family …….

_________________(তারিখ)
 _____________(The Headmaster
) _____________(School Name)
 _____________(স্থানের নাম)

 

My dear 
Friend/Father,

At first, take my love/salam from the core of my heart. Now I don’t know how you are now. I hope you are well by the grace of the Almighty. Allah. I am also well. I am very glad/ shocked to write you some lines about _________( এখানে যে বিষয়ে লিখতে রবলেছে সেই বিষয়ে 4-5 টি বাক্য লিখুন না পারলে ও যা পারেন লিখুন) No more today. Convey regards to the elders and love to the little ones. You must take care of your health. With best wishes to you. I am looking forward to hearing from you very soon.
Yours ever,
 Class: 
Roll No-