ব্যাকরণঃ ব্যাকরণ হল এমন এক বিদ্যা যার সাহায্যে কোনো ভাষার গঠন, অর্থ-বৈশিষ্ট্য -এবং রূপ-রীতিকে বিশ্লেষণ করে তার স্বরূপ বোঝা যায় এবং এই বিদ্যার প্রয়োগে সেই ভাষাকে পাঠে, লেখায়, কথাবার্তায় সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়)

যে ব্যাকরণের সাহায্যে বাংলা ভাষার স্বরূপটি সব দিক থেকে আলোচনা করে বুঝতে পারা যায় এবং শুদ্ধরূপে (অর্থাৎ ভদ্র ও শিক্ষিত সমাজে যে রূপ প্রচলিত সেই রূপে) বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বাক্যালাপ করতে পারা যায় সেই ব্যাকরণকেই বলে বাংলা ব্যাকরণ।

ব্যাকরণ জানা থাকলে ভাষার গঠন-রীতি ভালভাবে বোঝা যায়। এর ফলে শুদ্ধভাবে ভাষাকে ব্যবহার করা যায়। আমরা তিনভাবে ভাষাকে ব্যবহার করি লেখায়, পড়ায় এবং কথাবার্তায়। ব্যাকরণ থেকে এই তিনটি ক্ষেত্রেই সঠিক ব্যবহারের নির্দেশ পাওয়া যায়। সুতরাং, ভাষাকে অধিকতর প্রকাশযোগ্য করে তোলার জন্য ব্যাকরণ জানাটা খুবই জরুরী।

 

বাংলা ব্যাকরণ সম্পর্কিত প্রশ্নঃ

  1. ভাষা কাকে বলে?
  2. বাংলা ভাষার সংজ্ঞা দাও।
  3. ব্যাকরণ বলতে কী বোঝায়? বাংলা ব্যাকরণ কাকে বলে?
  4. কেন ব্যাকরণ পড়ব?