ভাষা কী

পশুবৃত্তি ও বুদ্ধিবৃত্তি নিয়ে প্রাণিজগতের শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ তার মনের ভাবকে প্রকাশ করতে চেয়েছে সে-ই আদ্যিকাল থেকেই (কণ্ঠ, জিহ্বা, মূর্ধা, তালু, দন্ত ও ওষ্ঠ—এগুলোই হল মানুষের বাগ্যন্ত্র ( মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন শব্দসমূহ ব্যবহার করে। সেই শব্দগুলো আবার কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত ও স্বতন্ত্রভাবে অবস্থান করে। বাক্যে প্রযুক্ত হওয়ার উপযুক্ত শব্দসমষ্টিই হল ভাষা)

সংজ্ঞাঃ মনের ভাব প্রকাশের জন্য, বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা সম্পাদিত, কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, বাক্যে প্রযুক্ত শব্দসমূহই হল ভাষা)

এখন বাংলা ভাষা বলতে আমরা বুঝব।

মনের ভাব প্রকাশের জন্য, বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা সম্পাদিত, বাঙালী জনসমাজে ব্যবহৃত, বাক্যে প্রযুক্ত শব্দসমষ্টিই হল বাংলা ভাষা।

দেশ, কাল ও সমাজভেদে, ভাষার রূপেরও নানা পরিবর্তন দেখা যায়। ভাষাই হল মানুষের ভাবপ্রকাশ ও ভাব বিনিময়ের মাধ্যম।