Question: কর্মশিক্ষা ও কর্ম-অভিজ্ঞতার মধ্যে পার্থক্য কী? (What is the difference between work-education and work-experience ?)

উত্তর: কর্মশিক্ষায় শিক্ষার্থীরা নিজের হাতে কাজ করে এবং কাজ করতে করতে একদিকে যেমন কর্মদক্ষতা অর্জন করে, তেমনি শিক্ষালাভ করে। অপরপক্ষে, কর্ম-অভিজ্ঞতায় নিজের হাতে কাজ করতে হয় না। কোনাে অভিজ্ঞ ব্যক্তির কাজ করা দেখে কাজ করা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এবং কাজের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করে।

Read This: কর্ম-অভিজ্ঞতা কাকে বলে ? What is work-experience?