প্রশ্ন ৫। কর্মশিক্ষার উদ্দেশ্যগুলি কী কী ? (What are the objectives of work-education?)
উত্তর: কর্মশিক্ষার উদ্দেশ্যগুলি হল-
- (ক) উৎপাদনশীল শ্রমের প্রতি মর্যাদাবােধ গড়ে তােলা, অর্থাৎ যে শ্রমজীবী মানুষ উৎপাদন করে, তার সম্পর্কে শ্রদ্ধার মনােভাব গড়ে তােলা।
- (খ) কীভাবে কাজের পরিকল্পনা করতে হয়, তা শেখানাে।
- (গ) গ্রাম বিকাশ ও কর্মদক্ষতার বিকাশ সাধন করা।
- (ঘ) কর্ম ও শিক্ষার মধ্যে একাত্মবােধ সৃষ্টি করা।
- (ঙ) ভবিষ্যৎ কর্মসংস্থানে সহায়তা করা।
Leave a comment