Question: সাধারণ শিক্ষার মধ্যে কর্মশিক্ষার অন্তর্ভুক্তির কারণ কী ? (What is the reason behind the inclusion of work-education in general education ?)

উত্তর: কর্মশিক্ষা একদিকে যেমন ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশে সাহায্য করে, তেমনি অপরদিকে সামাজিক ব্যবধান দূর করে জাতীয় সংহতি স্থাপনে সহায়তা করে। কর্মশিক্ষার মাধ্যমেই শিক্ষার লক্ষ্যে পৌঁছানাে যায়। সেই কারণেই সাধারণ শিক্ষার মধ্যে কর্মশিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।