পাওয়ার সাপ্লাই
পাওয়ার সাপ্লাই অল্টারনেটিভ কারেন্টকে ডায়রেক্ট কারেন্টে পরিবর্তিত করার কাজ করে আর এর দ্বারাই কম্প্যুটার কাজ করে। পাওয়ার সাপ্লাই-য়ের ক্ষমতাকে ওয়াটস্ দ্বারা মাপা হয়ে থাকে। এক গড়পড়তা কম্প্যুটার প্রায় 250 ওয়াট্স্ বিদ্যুত ব্যবহার করে… যখন কি এক সাধারণ বাল্ব 60 ওয়াটস্ বিদ্যুত দ্বারা চলে। কম্প্যুটারের আভ্যন্তরীণ তাপমাত্রাকে পাওয়ার সাপ্লাই-য়ের ভেতরে লাগানো পাখার সহায়তায় নিয়ন্ত্রিত করা হয়ে থাকে।