নেটওয়ার্ক এ্যাটাচড স্টোরেজ (এন.এ.এস. সার্ভার)
নেটওয়ার্ক এ্যাটাচড স্টোরেজ (এন.এ.এস.)-ও কম্প্যুটার স্টোরেজের এক অন্য সাধারণ রূপ হয়। এন.এ.এস. সাধারণতঃ এক পদ্ধতি হয়… যেটা বিজনেসে এক কম্প্যুটার থেকে অন্য কম্প্যুটারে ফাইল শেয়ার করার কাজে ব্যবহৃত হয়। এন.এ.এস. সাধারণতঃ নেটওয়ার্ককে সাভারের সাথে যুক্ত করে… যেটার একমাত্র উদ্দেশ্য হয় স্টোরেজ প্রদান করা। নেটওয়ার্কের সাথে যুক্ত যে কোন ইউজার আর ডিভাইস এন.এ.এস. ডিভাইসের ওপরে ফাইলের সাথে কাজ করতে পারেন।