নতুন সৃষ্টির মাধ্যমে কিছু অভিক্ষতা সঞ্চয় করা এবং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষালাভ করাই হল কর্মশিক্ষার মূল তাৎপর্য। প্রত্যেক শিশু কিছু সহজাত গুণ নিয়ে জন্মগ্রহণ করে, সেই সহজাত গুণগুলি ভবিষ্যতে পরিপূর্ণভাবে বিকাশলাভ করার জন্য কর্মশিক্ষার প্রয়ােজন। এছাড়া এতে সমাজজীবনের বিভিন্ন কাজের সাথে পরিচয় ঘটে।
Leave a comment